নগরঘাটা প্রতিনিধি ঃ সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর, সিএন্ডএফ, চেম্বার অফ কমার্স, বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়, দৈনিক পত্রদূত পত্রিকার প্রতিষ্ঠাতা ও আধুনিক সাতক্ষীরা গড়ার সপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা শহীদ স ম আলাউদ্দিনের ২৬ তম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে গতকাল সকাল ১০ টায় তালার নগরঘাটা মিঠাবাড়িস্থ শহীদের কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। সাতক্ষীরা জেলা আ’লীগের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন করেন কমিটির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্জ মোঃ নজরুল ইসলাম, তালা উপজেলা আ,লীগের সভাপতি শেখ নূরুল ইসলাম ,সাতক্ষীরা সাংবাদিক ঐক্য, সাতক্ষীরা টিভি জার্নালিস্ট এসোসিয়েশন, জেলা কৃষকলীগ, বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয় ও দৈনিক পত্রদূতের পক্ষ থেকে কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। উলেখ্য শহীদ সম আলাউদ্দীন ১৯৯৬ সালে ১৯ শে জুন আততায়ীর গুলিতে নিজ পত্রিকা অফিসে নিহত হন।