স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরা পাটকেলঘাটা শাকদহ সহ সারা দেশে ১৫০টি সেতু, ১৪টি ওভারপাস ও নবনির্মিত অন্যান্য অবকাঠামোর উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ সড়ক ও জনপদ বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় গতকাল দুপুরে ঢাকার তেজগাঁওস্থ সড়ক ভবন থেকে ভিডিও কনফারেন্সের প্রধান অতিথি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু বিভাগের মন্ত্রী ওবায়দুল কাদের। স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল। ভার্চুয়ালে অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিতি ছিলেন জেলা প্রশাসন হুমায়ুন কবীর, সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগে নির্বাহী প্রকৌশলী একেএম শফিকুজ্জামান, উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ জিয়াউদ্দিন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু হায়াত মোহাম্মদ সাকিউল আজম, উপ বিভাগীয় প্রকৌশলী তানভীর হোসেন, সহকারী কমিশনার সজীব তালুকদার, শানওয়াজ তানভীর, দৈনিক পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভীন সেঁজুতিসহ সড়ক বিভাগের বিভিন্ন পযায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ৩৮ মিটার দৈর্ঘ্য ও ১০ দশমিক ৪০ মিটারের শাকদহ সেতুটি ২৫ দশমিক৭৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে।