এফএনএস বিনোদন : সুপারস্টার শাকিব খানের ‘প্রিয়তমা’ ছবিটি আসবে পবিত্র ঈদুল আজহায়। ছবিটি পরিচালনা করেছেন আশরাফ হিমেল। প্রযোজনায় ভার্সেটাইল মিডিয়া, যার প্রযোজক আরশাদ আদনান। তবে শাকিবের বিপরীতে ছবিতে কে থাকছেন, তা নিয়ে ছিল নানা জল্পনা। সিনেমার পরিচালক হিমেল আশরাফ নায়িকার বিষয়টি চমক হিসেবে রাখতে চাইছেন। জানতে চাইলে তিনি বলেন, ভিসা থেকে শুরু করে সব বিষয় ফাইনাল হলে ঘটা করে নায়িকার নাম ঘোষণা করা হবে। এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, চিত্রনায়ক শাকিব খানের নতুন নায়িকা হিসেবে থাকতে পারেন কলকাতার ধারাবাহিকের অভিনেত্রী। তার নাম ইধিকা পাল। জি বাংলার ‘পিলু’ ধারাবাহিকে অভিনয় করে বাংলাদেশে জনপ্রিয়তা পেয়েছেন। ‘রিমলি’ ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রেও দেখা গেছে তাকে। যদিও বিষয়টি পরিচালক বা প্রযোজক অফিসিয়ালি বিষয়টি এখনো নিশ্চিত করেননি। তবে দুই বাংলার একাধিক সূত্রে ইধিকা অভিনয় করবেন বলে জানা গেছে। আগামী সোমবার থেকে শুরু হচ্ছে শুটিং। ‘প্রিয়তমা’ সিনেমার কাহিনি লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ।