দেবহাটা অফিস \ শান্তা মজগুরখালী সড়ক াতি মাত্রায় বিপদজনক হয়ে পড়েছে সড়কটির মজগুর খালী এলাকার বৃহৎ অংশ ভেঙ্গে নদীর সাথে একাকার হওয়ার উপক্রম ঘটেছে। অতি ক্ষুদ্র অংশ দিয়ে বাইসাইকেল এবং মোটরসাইকেল চলছে। দেবহাটা, এবং আশাশুনি উপজেলার সংযোগ সংড়কটির ব্যস্ততা মৃত্যু ঘটেছে সেই সাথে যে কোন সময়ে বড় ধরনের দূর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসি, সা¤প্রতিক সময়ে খাল খনন এবং পুনঃখননের কারনে সড়কটি ভেঙ্গে যাতায়াতের অনুপোযুক্ত হয়ে পড়েছে বলে জানাগেছে। প্রতিদিন শত সহস্র মানুষের যাতায়াত, রপ্তানীযোগ্য চিংড়ী পরিবহন, ব্যবসায়িক সামগ্রী আনা নেওয়ার ক্ষেত্রে ভূক্তভোগীরা বিড়ম্বনার শিকার হচ্ছে, দেবহাটা ও আশাশুনি উপজেলার বিভিন্ন স্থানে পরিবহনযোগে যাতায়াত করতে পারছে না। দ্রুততার সাথে সড়কটির সংস্কারে এলাকাবাসি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।