কালিগঞ্জ প্রতিনিধি ॥ “সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গনতন্ত্রের রক্ষাকবচ” এই শ্লোগানকে সামনে রেখে কালিগঞ্জে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহারসহ শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠার আহবানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এবং সুজন উপজেলা শাখার আয়োজনে (১১ আগষ্ট) রবিবার বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাবের সামনে রাস্তার উপর ঘন্টাব্যাপি এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সুশাসনের জন্য নাগরিক (সুজন) উপজেলা শাখার সভাপতি শেখ সাইফুল বারী সফু‘র সভাপতিত্বে ও পিএফজি গ্রুপের সমন্বয়কারী সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা ইমাম সমিতি‘র সভাপতি হাফেজ আব্দুল গফুর, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গ্রাম ডাক্তার মিলন কুমার ঘোষ, আ’লীগ নেতা এ্যাডঃ শেখ মোজাহার হোসেন কান্টু, নাগরিক সমাজের প্রতিনিধি ড. আসলাম আল-মেহেদী, এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহীম, বিএনপি নেতা ও ইউপি সদস্য খায়রুল ইসলাম, আ’লীগ নেতা আশেক মেহেদী প্রমুখ।