স্পোর্টস ডেস্ক ॥ বিশ্বকাপে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়ে শ্রীলঙ্কাকে হারাল পাকিস্তান। জিততে হলে গড়তে হবে রেকর্ড। সাড়ে তিনশর কাছাকাছি রান তাড়ায় পাওয়ার প্লের মধ্যে দুই ব্যাটসম্যানকে হারানোর পর পাকিস্তানের জন্য কাজটা হয়ে ওঠে আরও কঠিন। তবে বিশ্বকাপ অভিষেকেই দারুণ সেঞ্চুরিতে দলকে পথ দেখালেন আবদুল্লাহ শাফিক। পায়ে ক্র্যাম্প নিয়েও ব্যাটিং করে অসাধারণ ইনিংস খেললেন মোহাম্মদ রিজওয়ান। শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত এক জয় পেল পাকিস্তান। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাবর আজমের দলের জয় ৬ উইকেটে। হায়দরাবাদে মঙ্গলবার ৩৪৫ রানের লক্ষ্য পেরিয়ে যায় তারা ১০ বল হাতে রেখে। বিশ্বকাপে সর্বোচ্চ রান তাড়ায় জয়ের রেকর্ড এটিই। ২০১১ আসরে বেঙ্গালুরুতে ইংল্যান্ডের বিপক্ষে ৩২৮ রানের লক্ষ্য তাড়ায় আয়ারল্যান্ডের জয় ছিল আগের রেকর্ড। ফাখার জামানের জায়গায় সুযোগ পেয়ে প্রথম পাকিস্তানি ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপ অভিষেকে সেঞ্চুরির কীর্তি গড়ে ১০৩ বলে ১১৩ রানের ইনিংস খেলেন শাফিক। ১২১ বলে ১৩১ রানের অপরাজিত ইনিংসে দলের জয় নিয়ে ফেরেন রিজওয়ান। এই প্রথম বিশ্বকাপের এক ম্যাচে শতকের দেখা পেলেন পাকিস্তানের দুজন ব্যাটসম্যান। দুটি সেঞ্চুরি আছে শ্রীলঙ্কার ইনিংসেও। বিশ্বকাপে এক ম্যাচে চার জনের সেঞ্চুরির ঘটনাও এটিই প্রথম।