এফএনএস স্পোর্টস: এএফসি চ্যাম্পিয়নস লিগের বাছাইপর্বে প্রথমবার খেলার সুযোগ পেয়েছে বসুন্ধরা কিংস। আগামী ১৫ আগস্ট সংযুক্ত আরব আমিরাতের শারজা এফসির বিপক্ষে লড়বে অস্কার ব্রæজনের দল। সেই ম্যাচ খেলতে গতকাল শনিবার সকালে রওনা দিয়ে বিকালে শারজাতে পৌঁছে গেছে রবিনহো-মোরসালিনরা। প্রথম দিন সেখানে পৌঁছে হোটেলে জিম ও সুইমিং সেশন করার কথা। মাঠের অনুশীলন হবে আজ রোববার থেকে। বসুন্ধরাকে চারটি ঘরোয়া লিগ শিরোপা জেতানো ও এএফসি কাপে তিনবার কোচিং করানো ব্রæজন নতুন চ্যালেঞ্জ নেওয়ার অপেক্ষায়, ‘শারজা এফসি একসময় এশিয়ান চ্যাম্পিয়নশিপও খেলেছে। চ্যাম্পিয়নস লিগে তাদের ইতিহাসও সমৃদ্ধ। এ ছাড়া তারা তাদের মাঠে খেলবে। তাদের খেলোয়াড় তালিকাও সমৃদ্ধ। বিশ্বমানের খেলোয়াড় আছে তাদের। আমরা আমাদের খেলাটা খেলার চেষ্টা করবো।’ এই ম্যাচে স্বাগতিকদের পরিষ্কার ফেভারিট মানছেন ব্রæজন, ‘এই ম্যাচে তারাই ফেভারিট। তবে আমরা যে সুযোগ পাবো তা কাজে লাগাতে হবে। আমি নিশ্চয়তা দিচ্ছি আমাদের খেলোয়াড়রা মাঠে সেরাটা দেবে। যতদূর সম্ভব ভালো ফল করার দিকে দৃষ্টি থাকবে আমাদের।’