স্টাফ রিপোর্টারঃ শারদীয় দূর্গোৎসবের মহা নবমীতে ডুমুরিয়া ও ফুলতলার বিভিন্ন মন্দির পরিদর্শন করে আর্থিক সহায়তা প্রদান করেছেন খুলনা জেলা আলীগের তথ্য ও গবেষনা সম্পাদক, এবং খুলনা ৫ আসনের মনোনয়ন প্রত্যাশী অজয় সরকার। তিনি গতকাল সকাল থেকে রাত পর্যন্ত ডুমুরিয়া উপজেলার ভান্ডার পাড়া লোহাইডাঙ্গা সর্বজনীন মন্দির ও ফুলতলা জামিরা বাজার সর্বজনীন মাতৃ মন্দির, বেনিয়ারুকুর সর্বজনীন মাতৃ মন্দির, ফুলতলা বাজারের বিভিন্ন সর্বজনীন মাতৃমন্দির পরিদর্শন করেন ও কমিটির হাতে নিজস্ব অর্থায়নে সহায়তা প্রদান করেন। মহা নবমী আয়োজিত পৃথক দুটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন আলীগের নেতা অজয় সরকার। এসকল কর্মসূচিত উপস্থিত ছিলেন ভান্ডারপাড়া ইউনিয়ন আলীগের সভাপতি প্রক্তন চেয়ারম্যান ডা: হিমাংশু বিশ্বাস, আলীগ নেতা কল্যাণ মল্লিক, লোকেশ কবিরাজ,ইউপি সদস্য রন্জন বালা, রবিন্দ্রনাথ মন্ডল, বেনিয়াপুকুর মন্দির সভাপতি মনিন্দ্র বিশ্বাস, জামিরা রোড মন্দির সভাপতি রঞ্জিত কুমার বসু, মৎসজীবী লীগ নেতা সজল মন্ডল,শেখ হারুনুর রশীদ ছাত্রলীগ নেতা সোহাগ সরকার, ও আব্দুল হামিদ, শ্রমিক লীগ নেতা সুদীপ্ত রায় যুবলীগ নেতা দীপ্ত কুন্ডু প্রমুখ। এছাড়া ডুমুরিয়া গুটুদিয়া ইউনিয়নের খামারবাটি মধ্য পাড়া সার্বজনীন মাতৃ মন্দির, রঘুনাথপুর ইউনিয়নের রূপরামপুর পল্লীউন্নয়ন সংঘ সর্বজনীন মাতৃমন্দির পরিদর্শন করেন।