দেবহাটা অফিস \ ধর্ম যার যার উৎসব সবার “এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন শারদীয় দূর্গোৎসব সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে গতকাল দেবহাটা থানা স¤প্রীতির সভা করেছে। পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, জন প্রতিনিধি সহ সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে থানা ভবনে আয়োজিত প্রস্তুতি মূলক মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন দেবহাটা থানা ওসি শেখ ওবায়দুলাহ, সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সহকারী পুলিশ সুপার দেবহাটা সার্কেল এসএম জামিল আহমেদ, জেলা ও দেবহাটা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রাক্তন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র ঘোষ, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সভাপতি চন্দ্রকান্ত মলিক, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, জিএম স্পর্শ, চেয়ারম্যান আসাদুল হক, চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সাইফুল ইসলাম, আলমগীর হোসেন সাহেব আলী, আব্দুল মতিন বকুল, ওসি তদন্ত তুহিনুজ্জামানের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দেবহাটা পূজা উদযাপন পরিষদের সম্পাদক নির্মূল কুমার মন্ডল, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সম্পাদক অজয় কুমার ঘোষ প্রমুখ। সভায় পুলিশের পক্ষ হতে আসন্ন শারদীয় দূর্গোৎসব পালনের সব ধরনের প্রস্তুতি এবং সহযোগিতার ক্ষেত্র নিশ্চিত করনের বিষয়টি জানানো হয়। দেবহাটা থানা ওসি শেখ ওবায়দুলাহ সভায় জানান কোন ধরনের সমস্যা হলে ওসির মোবাইল নম্বর সহ দায়িত্বরত অপরাপর পুলিশ সদস্যদের সাথে জানাবেন। প্রতিটি পূজা মন্ডবেব পুলিশ সহ অন্যান্য আইনশৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবেন।