স্টাফ রিপোর্টারঃ শারদীয় দূর্গোৎসব মহা অষ্টমীতে ডুমুরিয়া – বটিয়াঘাটার বিভিন্ন মন্দির পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করেছেন খুলনা জেলা আলীগের তথ্য ও গবেষনা সম্পাদক, এবং আগামী জাতীয় নির্বাচনে খুলনা ৫ আসনের মনোনয়ন প্রত্যাশী অজয় সরকার। গতকাল দুপুরে বটিয়াঘাটা উপজেলার উত্তর শৈলমারি ও ডুমুরিয়া উপজেলার রূপরামপুর দে’লতলা সর্বজনীন মাতৃ মন্দিরের মহা অষ্টমী আয়োজিত পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আলীগের নেতা অজয় সরকার। এসময় তিনি প্রতিটি মন্দির কমিটির কর্মকর্তাদের সাথে তাদের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন ও সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। এসময় তিনি মন্দির কর্মকর্তাদের কাছে ব্যক্তিগত তহবিল অর্থ সহায়তা প্রদান করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জলমা ইউনিয়নের ২নং ওয়ার্ড আলীগ সভাপতি নিত্যনন্দ বৈরাগী পূজো কমিটির সভাপতি অনিন্দ্য বৈরাগী সাধাঃ সম্পাদক পুষ্পক মন্ডল, অমল মন্ডল, সুনীল বৈরাগী, রঘুনাথপুর ইউনিয়নের রুপরামপুর দেলতলা সার্বজনীন পুজা মন্দির সভাপতি বিধান চন্দ্র বিশ্বাস, সাধাঃ সম্পাদক সূর্যকান্ত বসাক, জয়ন্ত সরকার,পবিত্র মন্ডল প্রমুখ।