এফএনএস: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ট্রাকে তলাশি চালিয়ে প্রায় পাঁচ কেজি ওজনের স্বর্ণের বার জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) একটি দল এসব স্বর্ণ জব্দ করেন। বিমানবন্দর সূত্রে জানা গেছে, বাংলাদেশ বিমানের ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি পরিত্যক্ত ট্রাকের চাকায় স্বর্ণের বার লুকানো আছে- এমন সংবাদে অভিযান পরিচালনা করে এনএসআই। এ সময় ওই ট্রাকের চাকা থেকে প্রায় পাঁচ কেজি ওজনের স্বর্ণের বার জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান বলেন, জব্দ স্বর্ণবার বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করেছে এনএসআই। এ ঘটনায় কাস্টমস কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন।