বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার বংশীপুর শাহী মসজিদ ও আশরাফিয়া মাদ্রাসার বাংলা শিক্ষক আব্দুল বারী মৃত্যুবরণ করেছে। ইন্নালিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ঈশ্বরীপুর বংশীপুর গ্রামের প্রাক্তন ইউপি সদস্য নওশাদ আলী গাজীর দ্বিতীয় পুত্র। পারিবারিক সূত্রে জানাযায়, তিনি দীর্ঘদিন দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাত ১১ টা ৫৬ মিনিটে নিজস্ব বাসভবনে সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, ১পুত্র ও ১কন্যা সন্তান সহ অসংখ্যা আত্মীয়-স্বজন রেখে গেছেন। গতকাল শনিবার জোহর নামাজ বাদ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, শিক্ষক, তার হাতে গড়া অসংখ্য শিক্ষার্থী ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বংশীপুর শাহী মসজিদ প্রাঙ্গনে জানাজা নামাজ শেষে তার পারিবারিক কবর গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে অত্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।