আশাশুনি ব্যুরো \ আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক কালিপদ রায় সকলকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে। স্বর্গীয় সাবেক সহকারী শিক্ষক কালিপদ রায়ের পরিবার সূত্রে জানা গেছে আশাশুনি সদরের এক নম্বর ওয়ার্ডের স্বর্গীয় নীলরতন রায়ের জ্যেষ্ঠ পুত্র স্বর্গীয় কালিপদ রায়। তিনি দীর্ঘদিন মেরুদন্ডের হাড়ের ক্ষয় জনিত কারণে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে অপারেশনের জন্য ঢাকার বিআরবি হসপিটাল এ ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত তিনটার দিকে সেখানেই দেহ ত্যাগ করেন। তিনি দেহত্যাগ কালে স্ত্রী, এক পুত্র ও তিন কন্যা সহ অসংখ্য আত্মীয়—স্বজন রেখে গেছেন। পরিবারের লোকজন মৃত্যুর খবর পেয়ে তাকে ঢাকা হতে রবিবার বেলা ৩: ৩০ মিনিটের দিকে অ্যাম্বুলেন্স যোগে প্রথমে আশাশুনি সদরের কালী মন্দির চত্বরে নিয়ে আসলে তাকে এক নজর দেখার জন্য উপজেলা পূজা উদযাপন পরিষদ, বিভিন্ন রাজনৈতিক দল ও হিন্দু—বৌদ্ধ—খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ তার সহকর্মী ও অন্যান্য শিক্ষকবৃন্দ, ছাত্র—ছাত্রী, অসংখ্য ভক্তবৃন্দ, শোকাহত হয়ে পড়েন ও তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। পরে তার জীবনে শেষ কর্মস্থল আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে নিয়ে আসলে স্কুলের প্রধান শিক্ষক সহ তার সহকর্মী ও অন্যান্য শিক্ষকবৃন্দ ও ছাত্র—ছাত্রীরা শেষ শ্রদ্ধা নিবেদন করেন। স্বর্গীয় কালিপদ রায় আশাশুনি সরকারি হাইস্কুলের সহকারী শিক্ষক হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। এছাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ—সভাপতি ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। সকলেই শোকসন্তাপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তার আত্মার শান্তি কামনা করেন।