ধুলিহর প্রতিনিধি: “শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু” এই প্রতিপাদ্যে সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাইস্কুলে জাতীয় শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সাতক্ষীরা সদরের ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে আলোচনাসভা ও “মা” ফাউন্ডেশনের পক্ষ থেকে চারজন গুনী শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যলয়ের প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমানের সভাপতিত্বে তার অফিস কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সীমান্ত আদর্শ কলেজের অধ্যক্ষ মোঃ আজিজুর রহমান, নেহালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষিকা রেবেকা সুুলতানা, ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের সিনিয়র শিক্ষক সুকুমার সরকার। এসময় উপস্থিত ছিলেন ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের সহকারি প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাশ, সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান, আকলিমা খাতুন, মাওলানা মোহসিন উদ্দিনসহ বিদ্যালয়ের সকল শিক্ষক বৃন্দ। পরে জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে ব্রহ্মরাজপুর “মা” ফাউন্ডেশনের পক্ষ থেকে চারজন গুণী শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্ত শিক্ষকরা হলেন, সীমান্ত আদর্শ কলেজের অধ্যক্ষ মোঃ আজিজুর রহমান, নেহালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষিকা রেবেকা সুুলতানা, ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের সহকারি প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাশ ও সিনিয়র শিক্ষিকা আকলিমা খাতুন।