স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক খন্দকার মিজানুর রহমানের অবসর জনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল সকাল ১০টায় সদর উপজেলার ভবানীপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিএসএম আবজারুল হকের সভাপতিত্বে শিক্ষক শিক্ষার্থীরা বিদায়ী শিক্ষক মিজানুর রহমানের দীর্ঘ শিক্ষকতা জীবনের আলোকময় দিনের কথা তুলে ধরেন। তিনি শিক্ষার আলো বিচরন করে গেছেন। খোজ খবর নিয়ে জানাগেছে, ১৯৮৩ সালে টকবগি যুবক মিজানুর রহমান বিজ্ঞান শিক্ষক হিসাবে ভবানীপুর বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। শুরু থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মধুর সম্পর্ক গড়ে তোলেন। তিনি সকলকে সম্পর্কের মধ্যমে একটি পরিবার হিসাবে গড়ে তুলেছিলেন। তিনি দীর্ঘ ৩৯ বছর শিক্ষকতা করেছেন। শিক্ষার্থীদের আলোর দিশারী দেখিয়ে গেছেন। বিদায়ী শিক্ষক খোন্দকার মিজানুর রহমান কান্নাজড়িত কণ্ঠে বলেন এই স্কুল আমার প্রাণ, জীবনে প্রথম দিকে এখানে শিক্ষকতা শুরু করেছি, এখানের স্মৃতি আমাকে জড়িয়ে রেখেছে। স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের আমি সারাজীবন মনে রাখবো। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: মোশারাফ হোসেন, প্রাক্তন ছাত্র সাংবাদিক আব্দুল জলিল, সাবেক এডহক কমিটির সভাপতি মোতাহার হোসেন, ডা: বাপ্পী, বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক ইদ্রিস আলী সহ সকল শিক্ষক, শিক্ষার্থী উপস্থিত ছিলেন।