স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন বলেছেন শিক্ষাকতা মহান পেশা, আত্মশুদ্ধি আনায়ন করে যখন শিক্ষার্থীদের প্রতি যথাযথ দায়িত্ব পালন করা যায়। সাহিত্য, শিল্পকলা, সুকুমার প্রবৃত্তি সমৃদ্ধ জ্ঞান আমাদের শিক্ষকদের কে বিশেষ উচ্চতায় নিতে পারে। সাহিত্য চর্চার মাধ্যমে সাহিত্যের হৃদয়ঙ্গম অনুভব করা সম্ভব। তিনি গতকাল বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কালিগঞ্জ শাখা কর্তৃক প্রকাশিত পত্রিকা “সৃষ্টির প্রয়াস” এর ফলক উন্মোচন কালে উপরোক্ত কথা বলেন। তিনি শিক্ষকদের এমন সৃষ্টিশীল প্রয়াস কে ধন্যবাদ জানান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামাল, প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির জেলা সভাপতি পঙ্কজ কুমার বর্মন, সম্পাদক সাইফুলাহ আল তারিক, কালিগঞ্জ শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সন্তান এসএম গোলাম রহমান, শাহিনা আক্তার, শফিকুল ইসলাম, ইয়াদ আলী, মনিরুজ্জামান, গোলাম মোস্তফা প্রমুখ।