এফএনএস: এমপিও ঘোষণার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৃতীয় দফায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বললেন, ‘শিগগিরই এমপিও ঘোষণা দেওয়া হবে।’ গতকাল রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে তিনি এ কথা জানান। এর আগে গত ৫ মে শিক্ষামন্ত্রী বলেছিলেন, ‘এক সপ্তাহের মধ্যে নতুন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তির ঘোষণা দেওয়া হবে।’ এক সপ্তাহ শেষ হওয়ার আগেই গত ৯ জুন বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি আবার বলেন, ‘সপ্তাহখানেকের মধ্যেই এমপিও ঘোষণা দেওয়া হবে।’ তিন দিন পর গতকাল রোববার সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমাদের কাজ শেষ হয়েছে। দ্রুত তালিকা প্রকাশ করা হবে।’ সংবাদ সম্মেলনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর সিদ্দীক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এবং অন্যান্য শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।