মীর আবু বকর ॥ সাতক্ষীরা জেলাধীন স্থানীয় অর্থায়নে গঠিত সততা স্টোরের অনুকূলে বরাদ্ধ প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও দুর্নীতি দমন কমিশন সজেকা খুলনার যৌথ আয়োজনে গতকাল বেলা ১১ টায় জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কনফারেন্স রুমে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনার ডিডি মোঃ আবদুল ওয়াদুদ। তিনি বলেন, অভিভাবক যত খারাপ হোক, তিনি চান না তার সন্তান খারাপ হোক। পৃথিবীতে কোন ধর্মে খারাপ কাজে উৎসাহিত করার কথা উল্লেখ নেই। সকল মহাগ্রন্থে ভালো কাজ, সঠিক পথে চলার কথা বলা হয়েছে। পিতা-মাতার পরে শিক্ষকদের অবস্থান, শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি নীতি-নৈতিকতা ও সততার শিক্ষা দিতে হবে। সকল শিক্ষার্থী আপনাদের সন্তান, তাদের সুন্দরভাবে গড়ে তুলতে হবে।জীবনে সফলতার জন্য সততার কোন বিকল্প নেই। শিক্ষকরা চাইলেই আগামীতে একটি সুন্দর সমাজ ও বাসযোগ্য দেশ গড়ে তোলা সম্ভব। শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্থানের মাধ্যমে সেই শিক্ষা গ্রহণ করতে হবে।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহজাহান কবীর।এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধাঃ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, আয়েন উদ্দিন মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ রুহুল আমিন, ডি বি গার্লস মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সাংবাদিক মোঃ শহিদুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপ-সহকারি পরিচালক মোঃ রুবেল হোসেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ সাকিবুর রহমান,এড মনির উদ্দিন সহ সদর উপজেলার ৯ টি সহ জেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন। উল্লেখ্য সততা স্টোরের অনুকূলে সাতক্ষীরা সদর উপজেলার ৯টি শিক্ষা প্রতিষ্ঠানসহ জেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ১০ হাজার টাকা করে মোট ২ লক্ষ টাকা প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধাঃ সম্পাদক মোঃ আনিসুর রহমান।