এস এম জাকির হোসেন \ সাতক্ষীরা জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। গতকাল ১২ জুলাই সকাল ১০টায় সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজের আয়োজনে জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর এর সহযোগিতায় স্কুল প্রাঙ্গনে স্কুল এন্ড কলেজ পরিচালনা পরিষদের কর্মকর্তা-সদস্য, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে স্কুল এন্ড কলেজের সহ-প্রধান শিক্ষক মোঃ আকতার হোসেন এর সভাপতিত্বে ৫০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ করা হয় এবং বৃক্ষ রোপনের উপকারীতা নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। উক্ত বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কামালউদ্দীন ফারুকী, শিক্ষা পরিচালক ড.শেখ সামসুজ্জামান, অন্যতম পরিচালক বাহাউদ্দিন ফারুকী, ইংলিশ ভার্সনের সহকারী প্রধান শিক্ষক শাহানা হাশিম, প্রশাসনিক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, ফুলকুঁড়ি আসরের কেন্দ্রীয় ফাউন্ডেশন পরিচালক মোজাম্মেল হক, জেলা সহকারী পরিচালক আশিকুর রহমান প্রমুখ। পাবলিক স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করায় সবুজ বনায়ন বৃদ্ধি পাবে, কার্বন ডাই অক্সাইড হ্রাস পাবে, বাতাসে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পাবে, উষ্ণতা কমবে এবং বৃক্ষরোপনে শিক্ষার্থীরা আগ্রহী হবে। এমন মহৎ উদ্যোগ গ্রহণ করায় স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন অভিভাবক ও সুধী মহল।