এফএনএস: রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত সোমবার দিবাগত রাতে শুরু হওয়া এই সংঘর্ষ গতকাল মঙ্গলবার রাত আটটায় এ প্রতিবেদন তৈরি পর্যন্ত অব্যাহত ছিল। সন্ধ্যার পরও থেমে থেমে দুপক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল।নিউমার্কেটসহ আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। এদিকে ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের পরিপ্রেক্ষিতে টানা আট ঘণ্টারও বেশি সময় ওই এলাকায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর থেকে নিউমার্কেট ও আশপাশের এলাকার সড়কে রিকশা, সিএনজিচালিত অটোরিকশাসহ হালকা যানবাহন চলাচল করতে দেখা গেছে। তবে সড়কে যাত্রীবাহী কোনো বাস নামতে দেখা যায়নি। এর আগে গত সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে কিছু গণপরিবহন রাস্তায় নামলেও মিনিট দশকের মধ্যেই সেগুলো বন্ধ করে দেন ঢাকা কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। গত সোমবার দিবাগত মধ্যরাত থেকে শুরু হওয়া এ সংঘর্ষে নিউমার্কেট ও ঢাকা কলেজ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়ছ। রাস্তায় ছোট-বড় অজ¯্র ইটের টুকরো পড়ে থাকায় এতে ব্যাহত হয় যানচলাচল। নিউমার্কেট, ঢাকা কলেজ ও চন্দ্রিমা সুপার মার্কেট এলাকায় ব্যাপক সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। তবে গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত নিউমার্কেটের কোনো ব্যবসায়ী দোকান খোলেননি। সেখানকার এক ব্যবসায়ী নাসিম আহমেদ বলেন, আমরা চাই দুপক্ষই শান্ত হোক। দোকান বন্ধ রাখায় আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। রমনা থানার ডিসি সাজ্জাদুর রহমান বলেন, গত সোমবার রাতের সংঘর্ষের ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার সকাল থেকে আবার সংঘর্ষ শুরু হয়। এ পর্যন্ত কতজন আহত হয়েছে, এর সুস্পষ্ট কোনো তথ্য নেই। পুলিশ মধ্যস্থতা না করে ব্যবসায়ীদের পক্ষ নিয়েছে, শিক্ষার্থীদের এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শিক্ষার্থীদের এ অভিযোগের কোনো ডকুমেন্টস আছে? কারও পক্ষ নেওয়ার প্রশ্নই আসে না। ব্যক্তির সম্পদ মানেই রাষ্ট্রের সম্পদ। রাষ্ট্রের সম্পদ রক্ষা করা আমাদের দায়িত্ব। সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। গত সোমবার দিবাগত রাত ১২টার দিকে নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে প্রায় আড়াই ঘণ্টা ধরে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে, যা চলে রাত আড়াইটা পর্যন্ত। মধ্যরাতে দুপক্ষকে ওই এলাকা থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এরপর গতকাল মঙ্গলবার সকালে দ্বিতীয় দফায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের অবরোধের পর নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। সকাল সাড়ে ১০টার পর নীলক্ষেত মোড়-সায়েন্সল্যাব এলাকায় থেমে থেমে সংঘর্ষ চলে। রাত ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা কলেজ ও নিউমার্কেটসহ আশপাশ এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছিল। এদিকে চলমান সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি স্থিতিশীল রাখতে গতকাল মঙ্গলবার বিকেল চাঁদপুর সার্কিট হাউজে এক অনুষ্ঠান থেকে একদিন আগেই ঢাকা কলেজে ঈদের ছুটি শুরু হওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এর আগে দুপুরে ঢাকা কলেজের আবাসিক হল আগামী ৫ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করে বিকেলের মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়। এর কিছুক্ষণ পরই শিক্ষার্থীরা প্রশাসনের এ ঘোষণা প্রত্যাখ্যান করেন। আবাসিক হল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকা কলেজের অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখেন তারা। একইসঙ্গে অধ্যক্ষের অপসারণসহ ছাত্রদের ওপর পুলিশের গুলি চালানোর ঘটনার বিচার দাবিতে স্লোগান দেন শিক্ষার্থীরা।