সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শুল্কমুক্ত সুবিধায় হাজার হাজার টন চাল আমদানিতেও বাজারে প্রভাব পড়েনি বিএনপির মহাসচিবের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শীতজনিত রোগীর চাপ রাজধানীসহ দেশের প্রতিটি হাসপাতালে বাড়ছে সাতক্ষীরা পৌর—মেয়রের বরখাস্তের আদেশ অবৈধ: হাইকোর্ট স্কুল থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু সম্মেলনকে কেন্দ্র করে কিশোরগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে বিএনপি নেতা নিহত মোবাইল—ইন্টারনেটে কর প্রত্যাহার না হলে এনবিআর ঘেরাওয়ের হুঁশিয়ারি ভারত থেকে এলো ২৭ হাজার মেট্রিক টন চাল টিউলিপের উচিত ক্ষমা চাওয়া: ইউনূস বিজিবি—জনগণ ‘শক্ত অবস্থান’ নেওয়ায় ভারত পিছু হটেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

শিক্ষার আলো প্রসারে সিটি কলেজ দীর্ঘ দিন সুনামের সাথে সামনে এগিয়ে যাচ্ছে -মেয়র তালুকদার আব্দুল খালেক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

কেক কাটা, স্মৃতি ফলক উন্মোচন, বর্ণাঢ্য র‌্যালি, সাবেক শিক্ষার্থীদের স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্রসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার খুলনা সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের ৫৮ বছর পূর্তিতে প্রথম পুনর্মিলনী উদযাপন করা হয়। এ উপলক্ষ্যে দুপুরে খুলনা আউটার স্টেডিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: মশিউর রহমান বলেন, শিক্ষার মান উন্নয়নে সিটি কলেজ অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের যার যার অবস্থান থেকে কাজ করে যেতে হবে। অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তৃতায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের একত্রে মিলত হওয়া সত্যিই একটি আনন্দের ও গৌরবের। শিক্ষার আলো প্রসারের জন্য এই কলেজটি দীর্ঘ দিন সুনামের সাথে সামনে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, সিটি কলেজের শিক্ষার মান উন্নত হয়েছে। ১৯৬৬ সালে ৬ দফা, ৬৯’র গণঅভ্যুত্থান, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ, সর্বোপরি ১৯৯০ এর স্বৈরশাসন বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সাথে এই কলেজের সাবেক শিক্ষার্থীরা গৌরবোজ্জল ভূমিকা পালন করেছিলো। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ মোঃ বদিউজ্জামান ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনর্মিলনী উদযাপন কমিটির আহবায়ক শেখ মোঃ জাহাঙ্গীর আলম। এতে সিটি কলেজের প্রাক্তন শিক্ষার্থী প্রফেসর ড. তালুকদার লোকমান হাকিম, প্রফেসর আবজারুল রহমান, এ্যাডভোকেট তারিক মাহমুদ তারা, মোঃ ফাইজুর রহমান টিটো, এসএম রবিউল ইসলাম, মোঃ মোশারফ হোসেন শিকদার, মোঃ মঈনুল ইসলাম শিমুল প্রমুখ বক্তৃতা করেন। এরে আগে মেয়র সিটি কলেজ প্রাঙ্গণে কেক কাটেন এবং স্মৃতি ফলক উন্মোচন করেন। পরে মেয়রের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আউটার স্টেডিয়ামে এসে শেষ হয়। র‌্যালিতে সিটি কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন।-তথ্য বিবরণী

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com