স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মোঃ আশরাফুজ্জামান আশুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সদরের ঘোনা ইউনিয়নের ভাড়ুখালী মাধ্যমিক বিদ্যালয়ের উদ্দোগে গতকাল বেলা ১২ টায় বিদ্যালয় চত্বরে অত্র বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও জেলা জাতীয় পার্টির সহ সাধাঃ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মশিউর রহমান বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি সদর আসনের সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সাধাঃ সম্পাদক ও মোঃ আশরাফুজ্জামান আশু। তিনি বলেন, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নত হতে পারে না। যে দেশ যত বেশি শিক্ষিত সেই দেশ তথ বেশি উন্নত। দেশকে এগিয়ে নিতে শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষার্থীদের মন দিয়ে পড়া লেখা করতে হবে। আজকের শিক্ষার্থীরা আগামী দিনের স্মাট বাংলাদেশের নাগরিক। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আলীগের সাধাঃ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, জেলা আলীগের যুগ্ম সাধাঃ সম্পাদক আসাদুজ্জামান বাবু, ঘোনা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের, (অবসরপ্রাপ্ত) ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আনিসুর রহমান,(অবসরপ্রাপ্ত) বিজিবির সহকারী পরিচালক মোঃ সিরাজুল হক,সদর উপজেলা জাতীয় পার্টির সাধাঃ সম্পাদক মোঃ শরিফুজ্জামান বিপুল, আলীগের নেতা মোঃ নুরুল হক। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছিদ্দীকুর রহমান।এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা আলীগের সহ-সভাপতি মোঃ কামরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান, পৌর জাতীয় পার্টির সাধাঃ সম্পাদক শেখ আব্দুস ছাদেক,ঘোনা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবদার হোসেন ঢালী, সাধাঃ সম্পাদক আব্দুস সবুর,সহ বিদ্যালয়ের ম্যানজিং কমিটির সদস্য শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে এস এস সি পরীক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া করা হয়।মানপত্র পাঠ করেন সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুস সবুর। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাহমুদুল হাসান।