স্টাফ রিপোর্টার \ শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন ফি নীতিমালা’২৪ র্শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা শিক্ষা অফিসের আয়োজনে সাতক্ষীরা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ মোস্তাক আহম্মেদ। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, জেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ আবুল খায়ের, জেলা শিক্ষক সমিতির সভাপাতি মোঃ আমানুল্লাহ আমানসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় টিউশন ফি নীতিমালা অনুযায়ী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পারগতার উপর ভিত্তি করে জেলার পৌর এলাকা ও মফস্বল ভিত্তিক দুই ক্যাটাগরিতে সাতক্ষীরায় শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন ফি নির্ধারন করা হয়। এতে পৌর এলকার জন্য স্কুল শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ১৮০ টাকা টিউশন ফি নির্ধারন। আর মফস্বল এলাকার স্কুল শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ১২০ টাকা। এছাড়া, জেলার পৌর এলাকার বিভিন্ন কলেজ শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ১৫০ টাকা টিউশন ফি নির্ধারন করা হয়। পৌর এলাকার বাইরে মফস্বল কলেজ শিক্ষার্থীদের জন্য টিউশন ফি সর্বোচ্চ ১০০ টাকা নির্ধারন করা হয়। এছাড়া জেলা বেসরকারী (ননএমপিও) স্কুল—কলেজ গুলোর টিউটন ফি সর্বোচ্চ ১ হাজার ২০০ টাকা নির্ধারন করা হয়।