বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় এ কে ফজলুল হক এমসিএ কলেজ স্থাপন ও পাঠদানের অনুমতি প্রদান করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। গত ১৩/১১/২০২২ তারিখ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বেসরকারি কলেজ-৬ শাখার উপসচিব মোসাঃ রোকেয়া পারভীন স্বাক্ষরিত এক পত্রে চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর-এর পরিদর্শন প্রতিবেদনের আলোকে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলাধীন একে ফজলুল হক এমসিএ কলেজ স্থাপন ও পাঠদানে মন্ত্রণালয়ের সম্মতি জ্ঞাপন করেছে। গতকাল ১৪ নভেম্বর সোমবার বেলা ১২ টায় এ কে ফজলুল হক এমসিএ কলেজ স্থাপন ও পাঠদানের অনুমতি প্রদানের চিঠি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোসাঃ রোকেয়া পারভীনের নিকট থেকে গ্রহণ করেন অত্র কলেজের প্রতিষ্ঠাতা শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। অনুমোদনের চিঠি হাতে পেয়ে তিনি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, শিক্ষা মন্ত্রণালয় সহ সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। উলেখ্য মুজিব বর্ষকে স্মরণীয় রাখতে স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন্য সাবেক সংসদ সদস্য সাতক্ষীরা জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ একে ফজলুল হকের নামে কলেজটি প্রতিষ্ঠিত করেন তারই সুযোগ্য সন্তান শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন।