বিশেষ প্রতিনিধি \ আশাশুনি উপজেলার শিতলপুর কুলসুমিয়া এতিমখানার কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার জোহরবাদ কুলসুমিয়া এতিমখানায় কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, এতিমখানার প্রতিষ্ঠাতা আলহাজ আকরাম হোসেন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি জিএম আল ফারুক, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলিম ও তাইহান হোসেন ত্বোহা। সভায় সর্ব সম্মতিক্রমে এতিমখানার প্রতিষ্ঠাতা আলহাজ্ব আকরাম হোসেনকে সভাপতি, প্রতিষ্ঠাতার সহধর্মিনী তানিয়া সুলতানাকে সহ সভাপতি, মনিরুল ইসলামকে সেক্রেটারী, সাইফুল ইসলামকে কোষাধ্যক্ষ ও জামিরুল ইসলাম, কবিরুল ইসলাম, নওয়াব আলীকে কার্যনির্বাহী সদস্য করে ৭সদস্য বিশিষ্ট কুলসুমিয়া এতিমখানার কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।