শিবপুর প্রতিনিধি ॥ দুইদিন ব্যাপি সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ঝিটকী প্রাথমিক বিদ্যালয়ে মাঠে মাস্টার জাকির হোসেনের সভাপত্বিতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়। ক্রীড়া ও সংস্কৃতি অনুষ্ঠানে শিবপুর ইউনিয়নের ১২টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে ২দিন ব্যাপি ক্রীড়া প্রতিযোগিতা শেষে বৃস্পতিবার বিকাল ৩.০০ টায় আলোচনা সভা ও পরুষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । পুরস্কার বিতরন অনুষ্টাণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ, অন্যেনের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য সন্তোষ কুমার মন্ডল,সাবেক ইউপি সদস্য নুর মোহাম্মদ, ম্যানিজিং কমিটির সভাপতি ভোলানাথ সরকার প্রমূখ । অনুষ্ঠানে ১২টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ ম্যানিজিং কমিটির সদস্যবৃন্দ ও অবিভাবকরা উপস্থিত ছিলেন ।