স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় সরকারি গাছ কর্তনের অভিযোগ উঠে ইউপি সদস্যদের ভাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি গতকাল সকাল ১০টায় সাতক্ষীরা সদরের শিবপুর ঘটে। স্থানীয় সূত্রে জানাগেছে, শিবপুর ইউপি সদস্য তুষারের ভাই কাজী মিজান কাউকে না জানিয়ে জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পিছনে বাবুলিয়া বাজার সংলগ্ন রাস্তার পাশে বিরাট আকৃতির রোড শিশুগাছ কর্তন শুরু করে। স্থানীয়রা জানতে পেরে বাধা দিলেও মিজান কর্ণপাত করেনি। এক পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানতে পেরে ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে গাছ উদ্ধার নির্দেশ প্রদান করেন। সরকারি গাছ কর্তন নিয়ে এলাকায় সাধারন জনগনের মধ্যে ব্যাপক সমালোচনা সৃস্টি হয়েছে। স্থানীয়রা আরো জানান সরকারি গাছ কর্তন দন্ডনীয় অপরাধ হলেও নেবাখালীর বাসিন্দা কাজী মিজান বারবার সরকারি গাছ কেটে পার পেয়ে যাচ্ছে। তবে মিজান ঐ গাছটি তার বলে দাবি করেন। এ বিষয়ে জানতে চাইলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ-জোহরা বলেন, সরকারী গাছ কর্তনের ঘটনাটি সঠিক। কাটা গাছের ডালপালা উদ্ধার করা হয়েছে। একই সাথে অভিযুক্ত মিজানের বিরুদ্ধে মামলা প্রস্তুতি চলছে।