শিবপুর প্রতিনিধি \ সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়ন আইন-শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষে গতকাল বেরা ১১টায় শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ সভাপত্বিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর থানার ওসি মোহাম্মাদ গোলাম কবির। তিনি বলেন, পবিত্র রমজান মাসে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষে সকলকে ধর্যধারন করতে হবে এবং বঙ্গবন্ধুর সপ্ন অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ার ও একটি সুখি সম্মৃদিশীল দেশ হিসাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে । তিনি আরো বলেন যুব সমাজকে মাদক পরিহার করতে হবে। একই সাথে বাল্য বিবাহ প্রতিরোধ করতে হবে। অন্যেনের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা আলেহাদীস আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ আলতাফ হোসাইন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা গোপাল চন্দ্র ঘোষাল, এ্যাডভোকেট শ্যামল কুমার ঘোষাল, অধাক্ষ্য আব্দুল মজিদ সিদ্দিকি, হাফেজ আব্দুল বারী, পরিমল মাস্টার ও সকল ইউপি সদস্যবৃন্দ । সভায় শিবপুর ইউনিয়নের ৪০টি মসজিদের ইমাম/মুয়াজ্জিন, ১০টি মন্দিরের সভাপতি/সেক্রেটারী পুরোহিতগন সভায় উপস্থিত ছিলেন । সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ আবুল কাশেম ।