স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা শিবপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফতেমা-তুজ জোহরা। গতকাল দুপুরে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের গোদাঘাটা গ্রামের ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের নির্ধারিত স্থানে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা ও উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডা: ফরহাদ জামিল, পরে নির্বাহী কর্মকর্তা স্বাস্থ্য কেন্দ্রের নির্ধারিত জমির বিষয়ে সার্বিক খোজ খবর নেন। এসময় নির্বাহী কর্মকর্তা বলেন, দ্রুত সময়ের মধ্যে এখানে স্বাস্থ্য কেন্দ্রের কাজ শুরু হবে। স্থানীয় জন প্রতিনিধি ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের কাজের জন্য সহযোগিতা করতে হবে। স্বাস্থ্য কেন্দ্র নির্মান হলে ইউনিয়ন বাসী অতি সহজে সেবা নিতে পারে। পরে নির্বাহী কর্মকর্তা শিবপুর ইউনিয়ন পরিষদের সার্বিক কর্মকান্ড ঘুরে ঘুরে দেখান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবপুর ইউপি চেয়ারম্যান এসএম আবুল কালাম, ইউনিয়ন স্বাস্থ্য পরিদর্শক পারভীন আক্তার, সহকারী পরিদর্শক মর্জিনা খাতুন, সিএইচসিপি রবিউল ইসলাম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।