শিবপুর প্রতিনিধি \ বৃহস্পতিবার বিকাল ৩টার সময় সাতক্ষীরা সদর উপজেলা শিবপুর ও কুশখালী ইউনিয়ন এলাকা পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোয়াইব আহমেদ। গত বর্ষা মৌসুমে বিভিন্ন এলাকায় ভারি বর্ষনে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে আগামী ইরি মৌসুমে চাষাবাদের লক্ষে সরজমিনে পানি নিষ্কাশনের জন্য শিয়ালডাঙ্গার বিল, সুধীর বিল, পদ্ম বিল, পায়রাডাঙ্গার বিল, মিরগীডাঙ্গার বিল, বাউখোলা বিল সহ মোটরসাইকেলে যোগে ও পায়ে হেটে ঘুরে ঘুরে দেখেন এবং এলাকার মাষ চাষি ও কৃষকদের দুর্দশার কথা শুনেন এবং এলাকার জনপ্রতিনিধি ও কৃষকরা পদ্ম বিলের খাল, বুধরডাঙ্গা হতে কানারডাঙ্গী খাল, কানারডাঙ্গী হতে মিরগীডাঙ্গার খাল ইউএনও শোয়াইব আহম্মাদ এর কাছে ৩টি খাল খননের দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন শিবপুর ইউনিয়ন চেয়ারম্যান এসএম আবুল কালাম আজাদ, কুশখালি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউপি সদস্য মজনু গাজী, কাজী সুলতান তুষার, আব্দুল্লাহ গাজী ও মুকুল হোসেন প্রমূখ।