শিবপুর প্রতিনিধি \ সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের শিবপুর-কানারডাঙ্গা পূজা মন্ডপে পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ-জোহরা। তিনি গতকাল সকাল ১০ টা শিবপুর ইউনিয়ন পরিষদে অডিট শেষে বুধরডাঙ্গা হইতে ২ কিঃমিঃ কাছা রাস্তা হেটে শিবপুর কানারডাঙ্গী পূজা মন্ডপে পরিদর্শনে যান। আগামী দূর্গাপূজা সুন্দরভাবে উদযাপন করতে পারে সে বিষয়ে পূজা বাস্তবায়ন কমিটির সাথে মতবিনিময় করেন। এসময় তিনি বলেন এলাকার রাস্তাটি খুবই খারাপ থাকায় শিবপুরের সাথে এলাকার জনসাধারন ও ছাত্র ছাত্রীদের স্কুল কলেজে যাতায়াতের খুবই সমস্যা হচ্ছে। রাস্তাটি আশু পাকা করনের জন্য আসশ^াস দেন । এ সময় উপস্থিত ছিলেন শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ, ইউপি সদস্য মাওঃ মোঃ আলামিন, মোঃ শফিকুল ইসলাম, পূজা মন্ডপের সভাপতি সূধাংশু সানা, ভূতনাথ সানা প্রমূখ।