শিবপুর প্রতিনিধি ॥ শিবপুরের বাঁশতলায় মতুয়া সম্প্রদায়ের গোবিন্দা মন্দিরে ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। গতকাল বেলা ১১টায় সদর উপজেলার শিবপুর ইউনিয়নের বাঁশতলায় মতুয়া সম্প্রদায়ের উদ্যোগে ইউপি সদস্য সন্তোষ কুমার মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা কাটিয়া ফাড়ির ইনচার্জ উজ্জ্বল মিত্র, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আবুল কালাম আজাদ, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো: শফিকুল ইসলাম, নিরঞ্জন গোসায়, শ্যামল মন্ডল প্রমুখ।