স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সদর উপজেলা শিবপুর সোনাই খাল খননের কাজের অগ্রগতি পরিদর্শন করলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শোয়াইব আহমেদ। পরে সোনাই বিলের জলাবদ্ধতা নিরশন, সোনার ডাঙ্গা হরিশপুর এবং বারপোতার বিল সহ সেচ নালা খনন ফসলী জমি রক্ষার্থে নিমতলা হইতে সোনাই অভিমুখে খাল খননের দাবি জানান। পরে নির্বাহী অফিসার তাদের দাবি আদায়ের জন্য আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: ইয়ারুল হক শিবপুর ইউপি চেয়ারম্যান এসএম আবুল কালাম আজাদ, মাও: তরিকুল ইসলাম, ইউপি সদস্য মো: আজারুল ইসলাম, সন্তোষ মন্ডল, মো: মজনু আলী, আব্দুল হাই, কাজী আবু সুলতান তুষার, মো: আব্দুল্লাহ গাজী। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সহ অসংখ্য কৃষক উপস্থিত ছিলেন।