বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ’২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টায় শহরের মুন্সিপাড়াস্থ আল আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত প্রোগ্রাম দুপুর সাড়ে ১২টায় শেষ হয়। ২০২৪—২৫ শিক্ষাবর্ষের একাদশ দ্বাদশ শ্রেনীর নবীন শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এই প্রোগ্রামে কয়েকশ নবীন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সভাপতি আল মামুনের সভাপতিত্বে ও সেক্রেটারী মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মোটিভেশনাল এড. আল সামুন রাসেল। অনুষ্ঠানে বুয়েট, ঢাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালের মেধাবি শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। —প্রেস বিজ্ঞপ্তি