স্টাফ রিপোর্টার: গতকাল শিমুল বাড়িয়ায় নজরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে বেলা ১১টায় শিমুল বাড়িয়ায় নজরুল ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে ফ্রি চোখের ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শিমুল বাড়িয়াস্থ নজরুল ইসলাম ফাউন্ডেশন ও এতিম খানা চত্বরে অনুষ্ঠিত চক্ষু চিকিৎসা ক্যাম্পে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি ডা: রাজু আহমেদ, প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারন সম্পাদক মো: নজরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন নব নির্বাচিত সদর উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান বাবু, জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আশিকুর রহমান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ফাউন্ডেশনের সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, নজরুল ইসলাম ফাউন্ডেশন ও খুলনা শিরোমনি বিএনএসবি হাসপাতালের আয়োজনে ক্যাম্পে গরীব প্রতিবন্ধী, বয়স্ক, বিধবা মহিলা ও শিশু রোগীদের অগ্রাধিকার দেয়া হয়। এছাড়া ১২০ জন রোগীকে ফ্রী চোখের ছানি অপারেশনের ব্যবস্থা গ্রহন করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন খুলনা বিএনএসবি চক্ষু হসপিটালের এসিস্টেন্ট সার্জন ডা: খান নাহিদ মুরাদ।