কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জের শিমু—রেজা এমপি কলেজের এডহক কমিটির সভাপতি পদে বহিরাগত ব্যক্তি মনোনীত হওয়ার আশঙ্কায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। এ সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ১০টায় কালিগঞ্জ—শ্যামনগর মহাসড়কে কলেজের গেটের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে মৌতলা ইউনিয়নের শতাধিক স্থানীয় বাসিন্দা ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন আনিছুর রহমান, হাবিবুল্লাহ, আব্দুস সাত্তার, মাস্টার আনোয়ারুল ইসলাম, সৈয়দ হাসানত আলী, আবু রায়হান, তৈহিনুর রহমান ও শাহাদৎ আযম প্রমুখ। পরবতীর্তে শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন। স্মারকলিপিতে বলা হয় পরিকল্পীতভাবে কলেজের গভর্নিং বডির এডহক কমিটির সভাপতি হিসেবে বহিরাগত ব্যাক্তি মোছাঃ ডালিয়া আফরোজের নাম পাঠানো হয়েছে। বহিরাগত এই মনোনীত ব্যাক্তির বাতিলের দাবি জানানো হয়। পাশাপাশি কলেজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখা ব্যক্তিদের মধ্য থেকে এডহক কমিটির সভাপতি মনোনীত করার আহ্বান জানানো হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বিগত এক যুগ ধরে কলেজটি অবকাঠামোগত উন্নয়নের অভাবে ভুগছে, যা স্থানীয় শিক্ষা ব্যবস্থার জন্য মারাত্বক ক্ষতিকর। এছাড়াও প্রতিষ্ঠাকালীন সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা ব্যক্তিদের উপেক্ষা করে বহিরাগত কাউকে সভাপতি পদে মনোনীত করার সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না বলে সাংবাদিকদের জানান শিক্ষার্থী ও অভিভাবকরা।