বাংলাদেশ কৃষি প্রধান দেশ হিসেবে পরিচিত। বিশ্বের দেশে দেশে সব প্রান্তে আমাদের দেশ কৃষি প্রধান দেশ হিসেবে পরিচিত পেলেও সা¤প্রতিক বছর গুলোতে বাংলাদেশ শিল্প উৎপাদনকারী দেশের তালিকায় নাম লিখিয়েছে। আমাদের দেশ কৃষি প্রধান দেশ হিসেবে নিজেকে পরিচিত ও প্রতিষ্ঠিত করলেও আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ শিল্প প্রধান দেশ হিসেবে প্রতিষ্ঠিত পেয়েছে। আমাদের উৎপাদিত শিল্প সামগ্রী বিশ্ব বাজারে বিশেষ চাহিদার ক্ষেত্রে পরিনত হয়েছে আর এ কারনে বিশ্ব বাজারে আমাদের উৎপাদিত শিল্প সামগ্রীর কদর ও মর্যাদা বহুগুনে বৃদ্ধি পেয়েছে। প্রতি বছর দেশ বিশ্ব বাজারে উৎপাদিত পণ্য সামগ্রী রপ্তানীর মাধ্যমে কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা উপার্জন করে থাকে আর উক্ত বৈদেশিক মুদ্রা দেশের অর্থনীতিতে কাঙ্খিত ও যথাযথ ভূমিকা পালন করে চলেছে। আমাদের দেশের অর্থনীতিতে বৈদেশিক মুদ্রার প্রভাব ও উপস্থিতি ব্যাপক ভিত্তিক আর বৈদেশিক মুদ্রার ব্যাপক উপস্থিতির কারন হেতু আন্তর্জাতিক বিশ্ব বাংলাদেশকে সমীহ করে চলেছে। বিশ্বের দেশে দেশে বাংলাদেশের সুনাম ও সুখ্যাতি যতগুলো কারনে ছড়িয়ে পড়ছে তার মধ্যে অন্যতম আমাদের শিল্প, দেশে শিল্প উৎপাদনে ও রপ্তানীতে প্রতিবছর শত শত কোটি টাকার বৈদেশিক মুদ্রা উপার্জন করে চলেছে। কিন্তু গত কয়েক বছর আগেও আমাদের অভ্যন্তরীন প্রয়োজন মেটাতে বিশ্ববাজার হতে শিল্প সামগ্রী আমদানী করতে হতো। কিন্তু সময়ের ব্যবধানে আর বাস্তবতার নিরিখে বাংলাদেশ নিজেই উৎপাদনকারী এবং রপ্তানী কারক দেশের গর্বিত কারিকর।