বাংলাদেশ আন্তর্জাতিক পরিমন্ডলে যতগুলো বিষয়ে নিজেকে বিশেষ ভাবে আলোচিত আলোকিত এবং পরিচিতি ঘটিয়েছে তার মধ্যে উলেখযোগ্য শিল্প উৎপাদন। আমাদের দেশ বর্তমান সময়ে বহিঃবিশ্বে শিল্প উৎপাদনকারী দেশ হিসেবে পরিচিতি পেয়েছে আর উক্ত পরিচিতি পাওয়ার পাশাপাশি প্রতি বছর উৎপাদিত পণ্য সামগ্রী বিশ্ববাজারে রপ্তানী পরবর্তি প্রচুর পরিমানে বলা যায় শত শত কোটি টাকার বৈদেশিক মুদ্রা উপার্জন করে চলেছে। জীবন রক্ষাকারী ঔষধ হতে শুরু করে কুটির শিল্প সবই বাংলাদেশ উৎপাদন করে চলেছে। একদা আমাদের দেশে আমদানী নির্ভর দেশ হিসেবে পরিচিত ছিল বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশ হতে নানান ধরনের পণ্য সামগ্রী আমদানী করতো কিন্তু সময়ের ব্যবধানে আর বাস্তবতার নিরিখে আমাদের দেশ বিশ্ব বাজারে কৃষি সামগ্রী ও নানান ধরনের রবিশষ্য রপ্তানী করছে। এদেশের কৃষি এবং কৃষককেও ব্যাপক ভিত্তিক সমৃদ্ধ করে চলেছে রপ্তানী বাণিজ্য। নির্মান শিল্প ও বাংলাদেশ উৎপাদন করছে। সর্বাপেক্ষা আমাদের উৎপাদনকে বিশ্বময় আলোচিত করেছে জাহাজ শিল্প সাগর মহাসাগরে চলাচলকরা জাহাজ বর্তমান বিশ্ব ব্যবস্থায় অতি গুরুত্বপূর্ণ বাহন হিসেবে বিশেষ ভাবে পরিচিত এই জাহাজ শিল্পে বাংলাদেশ অনেক অনেক উচ্চতায় অবস্থান করছে। বর্তমান ইউক্রেন রাশিয়ার যুদ্ধের দিন গুলোতেও বিশ্ব বাজারে আমাদের দেশের জাহাজ রপ্তানী হচ্ছে, উন্নত বিশ্ব এমনকি ইউরোপের দেশ গুলোতেও আমাদের দেশে উৎপাদিত জাহাজ রপ্তানী হচ্ছে। অতি স¤প্রতি ইরাক সহ মধ্যপ্রাচ্যের একাধিক দেশ আমাদের দেশের নির্মিত জাহাজ ক্রয়ের জন্য দেনদরবার করছে। আন্তর্জাতিক বিশ্বে সিরামিক শিল্প বাংলাদেশের উপর বিশেষ ভাবে নির্ভরশীল। আমাদের দেশে উৎপাদিত সিরামিক পণ্য সামগ্রী দীর্ঘদিন যাবৎ বিশ্ব বাজারে বিশেষ বাজার সৃষ্টি করেছে। বাংলাদেশের গার্মেন্টস সামগ্রী বিশ্বময় বিশেষ ভাবে সমাদৃত। আমাদের গার্মেন্টস শিল্প এমন পর্যায়ে পৌছেছে যে দেশের অর্থনীতিতে অতি তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করছে গার্মেন্টস শিল্প। বাংলাদেশের শিল্প সামগ্রী বিশ্ব বাজার কে যেমন চাহিদার ক্ষেত্র বিনির্মান করছে অনুরুপ ভাবে বাংলাদেশকে বিশেষ সম্মান জনক পর্যায়ে নিয়েছে।