দেবহাটা অফিস \ দেবহাটার পারুলিয়ার গুচ্ছগ্রামে এবার নিষ্ঠুরতার লোমহর্ষর্কতার এক করুণ গল্পের অবতরণা ঘটালো মা নামক এক হত্যাকারিনী! নিজ শিশুপুত্রকে বিষপানে হত্যা করার হৃদয়বিদীর্ণ বর্বরতার উপ্যাখান সৃষ্টিকারী মা গুচ্ছগ্রামের সোনা খাতুন! নিষ্পাপ ফুটফুটে অবুঝ শিশুপুত্র সোহান আরমানকে গত ২ মার্চ বিষপানে হত্যা করে স্বাভাবিক মৃত্যু বলে প্রচারণা চালায়। ২ বছর ৭ মাসের শিশু সন্তানকে নিয়ে গুচ্ছগ্রামের পিতা মুনছুর আলীর বাড়ীতেই থাকতো। সোনা খাতুনের স্বামী জীবন জীবিকার তাগিদে বাইরে অবস্থান করার সুযোগ পরকীয়ায় জড়িয়ে পড়ে সোনা খাতুন আর তারই ধারাবাহিকতায় নিজ শিশু পুত্রকে হত্যা করতে সামান্যতম দ্বিধা করেনি এমন মন্তব্য এলাকাবাসির। গতকাল সন্ধ্যায় ঘটনা জানাজানি হলে গুচ্ছগ্রামে এক ধরনের অস্থিরতা ছড়িয়ে পড়ে শোকাহত পরিস্থিতিরও অবতরণা ঘটে। উপস্থিত গ্রামবাসি আগত লোকজন বিশ্বাসই করতে পারছিলো না মায়ের কোল পৃথিবীর সর্বাপেক্ষা নিরাপদ সন্তানের জন্য, মা গর্ভধারিণী, মা মমতাময়ী সেই মা হিং¯্র হায়না রুপী হত্যা করিতে পরিণত হলো? ঘাতকের হাত থেকে সন্তানকে রক্ষা করাই মায়ের ধর্ম অথচ সেই মা সন্তান হন্তারক! ঘটনা প্রবাহে স্থানীয়দের অনেকের বলতে শোনা গেছে সোনা খাতুনের পরকীয়া প্রেমিক দেবহাটা উপজেলারই কেউ হবে। একটি মোবাইল কোম্পানীতে কর্মরত এবং মোবাইলে পরিচয় অথচ সিম ক্রয় সংক্রান্ত বিষয়ে তাদের সাথে পরিচয় পরবর্তীতে অভিশপ্ত পরকীয়া। সন্ধ্যায় ঘটনা জানাজানি পরবর্তী এলাকায় শোকাহত পরিবেশ বিরাজ করলে স্থানীয় জনসাধারণের মাঝে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এরই মধ্যে দেবহাটা থানা পুলিশ ঘটনাস্থল গুচ্ছগ্রামে উপস্থিত হয় এবং সামগ্রীক পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনেন। সবশেষ খবরে রাত এগারটায় এ রিপোর্ট লেখার সময়ে দেবহাটা থানা ওসি হযরত আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান ঘটনা জেনেই আমার পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। ঘটনার সত্যতা নিয়ে সোনা খাতুনকে জিজ্ঞাসাবাদ চলছে।