বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নূরনগরে শিশুসাহিত্য গবেষণা পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার বিকাল ৫ টায় শিশু সাহিত্য গবেষণা পরিষদের আয়োজনে অস্থায়ী কার্যালয় অত্র এলাকার গরিব, অসহায় ও শীতার্ত মানুষদের মাঝে প্রধান অতিথি হিসেবে শীত বস্ত্র কম্বল বিতরণ করেন প্রাক্তন প্রধান শিক্ষিকা ইউপি চেয়ারম্যান সহধর্মিনী আলহাজ্ব মিসেস রাহেলা আহমেদ। সময় উপস্থিত ছিলেন সাবেক সেনা সদস্য মোঃ আইয়ুব আলী, মোঃ আবু হানিফা, মোঃ খাইরুল ইসলাম প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি ডাঃ মাওঃ মাহমুদুল হাসান ইসরাফিল।