কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়া অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পৌর সদরের মুরারীকাটি ও উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- কলারোয়া পৌরসভাধীন মুরারিকাটি থেকে মৃত সামসের আলী দালালের ছেলে শিশু ধর্ষণ মামলার আসামি ওবায়দুলাহ হোসেন (৪০) ও উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামের মৃত কওছার আলীর ছেলে ৩ বছরের জিআর সাজাপ্রাপ্ত ওয়ান্টভূক্ত আসামি লিটন হোসেন (৪৪)। থানা সূত্র জানায়, বৃহষ্পতিবার রাতে থানা পুলিশ গোপন সংবাদের বিত্তিতে জানতে পারেন তারা বাড়ি এলাকায় অবস্থান করছে। পরে থানার অফিসার ইনচার্জ নাছিরউদ্দীন মৃধান নেতৃত্বে সঙ্ঘীয় পুলিশ সদস্যরা ওই সব এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। শুক্রবার (৬ মে) তাদের সাতক্ষীরার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে ওসি জানান।