বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার নূরনগর হরিপুর শিয়া মসজিদের মোয়াজ্জিন শেখ মনসুর আহমেদ মূত্যু বরন করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি ইউনিয়নের হরিপুর গ্রামের মৃত ডাঃ ইব্রাহিম আহমেদ এর পুত্র। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি বার্ধক্য জনিত কারণে অসুস্থ অবস্থায় তার নিজ বাড়িতে গত মঙ্গলবার রাত ৯:৩০ মিনিটে সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর। তিনি ৪ পুত্র, ২ কন্যা সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তিনি তার কর্মময় জীবনে ৪৫ বছর ধরে নূরনগর হরিপুর শিয়া মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে এসেছেন। গতকাল বুধবার জোহর নামাজ বাদ হরিপুর শিয়া মসজিদ প্রাঙ্গনে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, আলেম ওলামায়ে কেরামগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদের মুসল্লী বৃন্দ ও শিয়া সম্প্রদায়ের সদস্যবৃন্দের উপস্থিতিতে জানাজা নামাজ শেষে স্থানীয় কারবালা মাঠ কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। প্রবীণ এই মোয়াজ্জিনের মৃত্যুতে নূরনগর মানবতা কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সহ অত্র এলাকায় মানুষের মধ্যে শোকের ছায়া বিরাজ করছে।