স্টাফ রিপোর্টার ঃ অসহায় শীতার্তদের গিয়ে কম্বল বিতরণ করেছেন সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন কালু। তিনি গতকাল গভীর রাতে তিনি ছফুরননেছা মহিলা কলেজের সামনে, ইটাগাছা ঘোষপাড়া, ঋষিপাড়া, ইটাগাছা পশ্বিমপাড়ায় হাসান হোসেন মসজিদ এলাকাসহ বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে শীতার্ত মানুষের শরীরে কম্বল জড়িয়ে দেন। গভীর রাতে শীতবস্ত্রসহ তাদের কাউন্সিলরকে পেয়ে আবেগে জড়িয়ে ধরেন।’ এছাড়া পৌর শহরের ব্যস্ত সড়কে দাঁড়িয়ে থেকে রাস্তায় চলাচল করা ভ্যানচালক ও ছিন্নমূল পথচারীদের হাতে শীতবস্ত্র তুলে দেন কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন কালু। এ সময় তার সঙ্গে আবুল কাশেম, লব কুমার, মিজানুর রহমান, মাসুদ আলী, আব্দুর রহমানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু বলেন, আমার নিজ উদ্যোগে এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।