দেবহাটা অফিস \ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলো দেবহাটা প্রেসক্লাব। গতকাল রাতে পারুলিয়া ও সখিপুর বাজারে ও বাজার সংলগ্ন এলাকায় ছিন্নমুল, অসহায়, হতদরিদ্র, দুস্থদের মাঝে কম্বল সহ শীত বিবারণ উপকরণ বিতরণ কার্যক্রমে অংশ নেন প্রেসক্লাব সভাপতি মীর খায়রুল আলম, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক রাজু আহমেদ, সহ—সভাপতি সুমন বাবু, সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামী উজ্জ্বল, যুগ্ম সম্পাদক লিটন ঘোষ বাপী, ফরহাদ হোসেন সবুজ, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, এম এ মামুন, নাসির উদ্দীন প্রমুখ। হতদরিদ্র ছিন্নমুল শীতার্তরা শীত উপকরণ পেয়ে বিশেষ স্বস্তি প্রকাশ করেছে। প্রেসক্লাবের পক্ষে শীতউপকরণ বিতরণ করায় সাধারণ মানুষের সন্তুষ্টি প্রকাশ করতে দেখা গেছে।