দৃষ্টিপাত রিপোর্ট \ শীতের সাথে পালা দিয়ে গরম কাপড়ের বাজার জমে উঠেছে। সাতক্ষীরা শহরের বাস্তবতায় অপেক্ষাকৃত কম মূল্যে শীতবস্ত্র সংগ্রহে পাকাপুল এলাকার পুরাতন শীতবস্ত্র মার্কেটে ছুটছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন বয়সের শ্রেণি পেশার মানুষগুলো কম মূল্যে শীতের পোশাক ক্রয়ের জন্য ভিড় করছে। অবশ্য মার্কেটটির বিভিন্ন অংশে ঘুরে প্রত্যক্ষ করা গেছে কেবল মধ্যবিত্ত না নিম্নবিত্ত পরিবারের লোকজন যে এই মার্কেটে আসছে তা নয় বিত্তশালীরাও আসছে। গত কয়েকদিন আগে শীতের তীব্রতা কিছুটা বেশী থাকায় বিক্রি ছিল অনেক বেশি। গত দুই তিন দিন যাবৎ বিক্রি কিছুটা কম। সব বয়সের মানুষের শীতবস্ত্র তথা গরম কাপড়ের উৎস্য এই মার্কেট বিশেষ করে কোট, প্যান্ট, জ্যাকেট, হুডি, এয়ারপ্র“ফ, সোয়েটার, হাতমোজা, পামোজা, ট্রাউজার, লং কোট, ওলের চাদর, কম্বল, কানুটুপি, মহিলাদের কার্ডিকান, ট্রাফসুট, বিভিন্ন ধরনের গরম শার্ট, কি নেই সবই আছে। মূল্য সহনীয়। এক ক্রেতা জানান বড় বড় মার্কেট হতে একটি শীতের পোশাক সংগ্রহ করতে তিন থেকে চার হাজার টাকা প্রয়োজন হয় সেখানে সামান্য টাকায় একাধিক শীত আইটেম পাওয়া যাচ্ছে। অনেকে পুরাতন পোশাক ক্রয় করাকে অপমানজনক মনে করে কিন্তু বাস্তবতা হলো সব পোশাকই তো এক সময় পুরাতন হয়। মার্কেটটিতে ঘুরে এবং বিভিন্ন ধরনের শীতবস্ত্র পর্যবেক্ষণ করে দেখা গেছে নতুন আর পুরাতন পৃথক করা কষ্টসাধ্য। পুরাতন পোশাক হলেও দেখতে অবিকল নতুনের মতই। এক বিক্রেতা জানান আমরা রাজধানী ঢাকার গুলিস্তান ও চট্টগ্রাম হতে বেল ক্রয় করি গত বছর অপেক্ষা প্রতিটি বেল দুই তিন হাজার টাকা বেশী। এক ক্রেতা বলেন, নতুন পুরাতনের প্রকারভেদ কেবলমাত্র বিপনী বিতান গুলোতে কিন্তু নতুন হোক বা পুরাতন হোক কোন পোশাক পরিধানের পর তা জানার বা চেনার উপায় থাকে না পোশাকটি নতুন না পুরাতন। শহরের প্রাণকেন্দ্রের পুরাতন শীত পোশাক বা গরম কাপড়ের মার্কেটটি এক সময় গরীবের মার্কেট হিসেবে পরিচিত থাকলেও সা¤প্রতিক বছরগুলোতে গরীবের মার্কেট খ্যাত মার্কেটটি অভিজাত শ্রেণি ও স্থান করে নিয়েছে। এক বিক্রেতা শফিকুল ইসলাম অবলিলায় বললেন, কেবল গরীবরা নয় উচ্চবিত্তের লোকেরাও এই মার্কেটে ক্রেতা। বাস্তবিকই পুরাতন শীতের বা গরমের পোশাক ক্রয় করা বা পরিধান করা কোন ধরনের লজ্জার, অপমানের বা হীনমন্যতার নয়। শহরের থানা সড়ক, কদমতলা, এলাকাতেও পুরাতন গরম কাপড়ের বেচা কেনা চলছে। শহরের বাইরে পারুলিয়া গরুহাট, কলারোয়া বাজার, কালিগঞ্জ, শ্যামনগরেও ব্যাপকভাবে বিক্রি হচ্ছে। পারুলিয়ায় প্রতি রবিবার গরুহাটে অগনিত শীত পোশাকের বাজার বসে এবং প্রচুর বিক্রি হয়। শীতের এই দিনগুলোতে শীত নিবারনের ক্ষেত্রে অপেক্ষাকৃত কম মূল্যে পুরাতন শীত পোশাক কোন অবস্থাতেই বেমানান নয়।