বাংলাদেশ নাতিশীতোষ্ণ এলাকায় অবস্থিত। আর এ কারনে আমাদের দেশের আবহাওয়া জলবায়ূ ও ভূ-প্রকৃতি সহনশীল। শীতের সময় গুলোতে শীত, গরমের সময়ে গরম, কিন্তু কোন কোন সময় দেখা যায় অতি শীত এবং অতি গরমের উপস্থিতি। বর্তমান সময়ে দেশের বাস্তবতায় শীত বিরাজ করছে। আমাদের দেশের ছয়টি ঋতুর অন্যতম শীত ঋতু। শীতে যেমন পরিবর্তন এবং পরিবর্ধনের ছোয়া মেলে অনুরুপ ভাবে শীতের সময় গুলোতে পর্যটকরা অবস্থান বিশেষ ভাবে পরিলক্ষিত হয়। গত কয়েকদিন যাবৎ পর্যটকরা কক্সবাজার, সুন্দরবন, সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় পরিভ্রমন করে চলেছে। গতকাল শনিবার রাজধানী ঢাকা হতে প্রকাশিত জাতীয় দৈনিক গুলো জানিয়েছে বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজারে অত্যাধিক পর্যটকের উপস্থিতি কেবল বিস্ময়কর নয় অত্যন্ত আশ্চার্যজনক ও বিড়ম্বনার। হোটেল, গেস্টহাউস সহ অপরাপর থাকার জায়গা গুলো বুক হয়ে পর্যটকরা সিট না পেয়ে সমুদ্রসৈকতে রাত কাটিয়েছে। পর্যটকদের সার্বিক নিরাপত্তার জন্য সমুদ্র সৈকতে পোশাকি পুলিশ, ট্যুরিস পুলিশের পাশাপাশি সাদা পোশাক ধারী পুলিশের উপস্থিতি থেকে নিরাপত্তা নিশ্চিত করার কাজ করতে দেখা গেছে। সাতক্ষীরার আকর্ষন সড়ক পথে সুন্দরবন এই মর্মবানী বর্তমান সময় গুলোতে বহমান। সাতক্ষীরা জেলায় অবস্থিত সুন্দরবন বর্তমান পর্যটকদের বিশেষ আকর্ষনে পরিনত হয়েছে। পর্যটকরা প্রতিদিনই সুন্দরবনে ভ্রমনে আসছে। সাতক্ষীরার বাস্তবতায় সীমান্ত নদী ইছামতির কোল ঘেসে দৃষ্টিনন্দন রুপসী দেবহাটা ম্যানগ্রোভেও পর্যটকদের ঢল নেমেছে। সাতক্ষীরার ভৌগলিকতা পেরিয়ে দেশের দুরদুরান্ত হতে রুপসী ম্যানগ্রোভ দেবহাটায় ভিড় জমাচ্ছে। শীতের এই সময় গুলোতে পর্যটকদের পরিভ্রমন নিরাপদ হোক এই প্রত্যাশা।