বিশেষ প্রতিনিধি ॥ সাতক্ষীরার জেলার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলার ৭০নং শুইলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১০মার্চ রবিবার সকাল সাড়ে ১০টায় প্রাক প্রাথমিকে ভর্তিকৃত ১৮শিক্ষার্থী ও নতুন ম্যানেজিং কমিটির নবীন বরণ এবং চড়ুইভাতি অনুষ্ঠিত হয়েছে। নবীন বরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শিক্ষক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সংশ্লিষ্ট ক্লাস্টার অফিসার সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ প্রধান শিক্ষক সমিটির কালিগঞ্জ শাখার সভাপতি মোঃ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক নলতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ারুল হক, শুইলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাকির হোসেন, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম, সাংবাদিক আঃ রাজ্জাক প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন, শিক্ষার্থী মোঃ আব্দুল্লাহ। গীতা পাঠ করেন, তৃষ্ণা রায়। অনুষ্ঠানে নতুন ম্যানেজিং কমিটির সদস্যদের ও অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানের শেষপ্রান্তে প্রাক প্রাথমিকে নতুন ভর্তিকৃত ১৮ জন শিক্ষার্থীদের ফুল ও টিফিন বক্স দিয়ে বরণ করে নেওয়া হয়। পরবর্তীতে চড়ুইভাতি অনুষ্ঠিত হয়।