রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

শুরু হলো চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট বিক্রি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের টিকিট বিক্রি হবে ম্যাচের মাত্র চার দিন আগে। আইসিসি বলছে, ৪ মার্চ নির্ধারিত প্রথম সেমিফাইনাল শেষ হওয়ার পরই ফাইনালের টিকিট বিক্রি হবে। ফাইনালের জন্য এত দেরীতে টিকিট ছাড়ার কারণে, টুর্নামেন্টের হাইব্রিড মডেল। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আট দলের টুর্নামেন্টের জন্য গত সোমবার টিকিট বিক্রির ঘোষণা দিয়ে, আইসিসি বলেছে ৪ মার্চ নির্ধারিত প্রথম সেমিফাইনালের পরে ফাইনালের টিকিট পাওয়া যাবে। ভারত শেষ চারে উঠুক বা না পারুক না কেন, প্রথম সেমিফাইনালের আয়োজন করবে দুবাই ইন্টারন্যাশনাল। ভারত ফাইনালে উঠলে সেটাও দুবাইয়ের মাঠেই হবে। দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে লাহোরে, এবং ভারত যদি ফাইনালের টিকিট না পায়, সেক্ষেত্রে ফাইনাল ম্যাচ হবে লাহোরে। আট দলের ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি আসর পাকিস্তানের করাচি, রাওয়ালপিন্ডি, লাহোর এবং দুবাই; এই চারটি ভেন্যেুত অনুষ্ঠিত হবে। পাকিস্তানে গ্রুপ পর্বের ম্যাচ হবে করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডিতে। দুবাইয়ে ম্যাচের টিকিট বিক্রির কথা এখনও জানানো হয়নি। আজ সকাল থেকে গ্রুপ ম্যাচের টিকিট ও দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচের টিকিট বিক্রি হবে। বিক্রি করা হবে জেনারেল স্ট্যান্ডের টিকিট। যার মূল্য পাকিস্তানি রুপিতে ১০০০ ও ১৫০০। জানা গেছে, ১০টি ম্যাচের টিকিট বিক্রি করা হবে। সবটাই হবে অনলাইনে। তবে, ফাইনালের টিকেট পাওয়া যাবে ম্যাচের কেবল চার দিন আগে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com