শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:৩৯ অপরাহ্ন

শুরু হলো লাখ টাকার প্রাইজমানির টেবিল টেনিস

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৫ জুলাই, ২০২৩

এফএনএস স্পোর্টস: কলাবাগানের ল্যাব এইডের আইকনিক ভবনে ফিউচারস স্পোর্টিং ক্লাব আয়োজন করেছে দুই দিন ব্যাপী টেবিল টেনিস টুর্নামেন্ট। শুক্রবার সকালে শাওন স্ম্যাশ আপের পৃষ্ঠপোষকতায় এই টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। প্রতিযোগিতা শেষ হবে আজ শনিবার। প্রতিযোগিতায় অংশ নিচ্ছে-শাওন স্ট্রোম, ধানমÐি টিটি ক্লাব, ফিউচারস স্পোর্টিং ক্লাব, উত্তরা টিটি একাডেমি, মিরপুর টিটি একাডেমি, শাওন এভারগ্রিন, মোহাম্মদ আলী ফাইটার্স, এলিটস টিটি ক্লাব, ব্রেইনক্রাফট টিটি ক্লাব, আসাদ টিটি দল, টিম ডার্ক হর্স ও লালবাগ লিওপার্ডস। টুর্নামেন্টে অংশ নিচ্ছেন জাতীয় দলের তারকা খেলোয়াড় ও পাঁচবারের জাতীয় চ্যাম্পিয়ন মানস চৌধুরী, জাতীয় দলের খেলোয়াড় রিফাত মাহমুদ সাব্বির, মাসুদ রানা পরাগ, ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন মুফরাদুল খায়ের হামজা, সাবেক জাতীয় জুনিয়র চ্যাম্পিয়ন ফয়সাল হিমেল খান, জাতীয় দলের সাবেক সিনিয়র খেলোয়াড় রিপন খান, ও জাতীয় জুনিয়র দলের খেলোয়াড় যুবায়ের আহমেদসহ অনেকে। খেলা হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। চারটি গ্রæপে ভাগ হয়ে খেলবে দলগুলো। প্রতি গ্রæপের সর্বোচ্চ পয়েন্ট পাওয়া চারটি দল খেলবে সেমিফাইনালে। টুর্নামেন্টের প্রাইজমানি ১ লাখ টাকা। ট্রফির পাশাপাশি চ্যাম্পিয়ন দল পাবে ৫০ হাজার টাকা। রানার্স আপ ৩০ হাজার টাকা। এ ছাড়া সেমিফাইনালিস্ট দুই দলকে দেওয়া হবে ১০ হাজার টাকা করে। টুর্নামেন্টের উদ্বোধন করেছেন বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সভাপতি ও সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন। উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের শিশু বিভাগের প্রধান অধ্যাপক আশরাফ উল হক কাজল, ব্যারিস্টার খালেদ সিদ্দিকী, ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক মইনুজ্জামান পিলা ও পাঁচবারের জাতীয় চ্যাম্পিয়ন সোনাম সুলতানা সোমা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com