পদ্মপুকুর প্রতিনিধি ॥ গতকাল ২ মার্চ রোজ শনিবার থেকে শুরু হয়েছে শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নের অন্যতম ইসলামী জলসা/ ২ দিন ব্যাপী পীরে কামেল আল্লামা রুহুল আমিন (রহ:) মহান স্মৃতি স্মরণে ৬৭তম ঐতিহাসিক পাতাখালি আমিনিয়া ইসালে সওয়াব মাহফিল। উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১০৮, সাতক্ষীরা -০৪, আসনের নবনির্বাচিত স্বনামধন্য বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন জনাব এস, এম, আতাউল হক দোলন। বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছিলেন জনাব প্রভাষক সাঈদ উজ- জামান সাঈদ (ভারপ্রাপ্ত) উপজেলা চেয়ারম্যান, শ্যামনগর, সাতক্ষীরা। মাহফিলের প্রধান মেহমান হিসেবে কুরআন ও হাদিস থেকে মূল্যবান তাফসীর পেশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ আলহাজ্ব হযরত মাও: মোল্লা নাজিম উদ্দিন। প্রতিষ্ঠাতা মহাপরিচালক জামেয়া দারুল হুদা কমপ্লেক্স, কুমিল্লা। দ্বিতীয় দিনের প্রধান মেহমান হিসেবে কুরআন ও হাদিস থেকে তাফসীর পেশ করিবেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার অ্যাডভোকেট গাজী এনামুল হক, যশোর। অত্র মাহফিলে ফরমান আলী হাফিজিয়া মাদ্রাসার ৩ জন কুরআনের হাফেজদের পাগড়ি পরিধান করানো হয়। তাদের মধ্যে ছিলেন, মোঃ আবু তালহা, সেরুলা ইউনিয়ন, আশাশুনি সাতক্ষীরা, মোঃ বায়জিদ হোসেন ও আসিফ ইকবাল, পূর্ব পাতাখালী, শ্যামনগর, সাতক্ষীরা। বিশেষ করে উক্ত মাহফিলে দীর্ঘ ৬৬ বছর ধরে চলে আসছে মাহফিলের দুইদিনে দুপুর ২ টা থেকে ৪টা পর্যন্ত গরিব ও মেহনত মানুষের জন্য আহারের ব্যবস্থা থাকে। সে আলোকে এ বছরও প্রথম দিনের দুপুরের আহারের ব্যবস্থা করেন দক্ষিণ কোরিয়া প্রবাসী ভাইয়েরা এবং দ্বিতীয় দিনের জন্য আহারের ব্যবস্থা করবেন মাদ্রাসা কর্তৃপক্ষ। দুই দিনের খাবার পরিবেশনায় বিশেষভাবে দায়িত্ব পালন করে থাকেন অত্র এলাকার সামাজিক সংগঠন হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটি। ঐতিহাসিক পাতাখালি আমিনিয়া ইসালে সওয়াব মাহফিলে সার্বিক ব্যবস্থাপনায় থেকে সবকিছুই দেখভাল করেন সব সমস্যার তাৎক্ষণিক সমাধান দিয়ে মাহফিল সুন্দরভাবে সমাপ্তর জন্য অক্লান্ত চেষ্টা করেন অত্র মাদ্রাসার গভর্নিং বডির সম্মানিত সভাপতি, আলহাজ্ব এস,এম, কামরুজ্জামান।